নদীর ওপারে কাশফুল নাইরে,,,,,,
এপাড়েও আজ বধুরা আসে না স্নানে।
ডিঙি নৌকা দেখা যায় মাঝে মাঝে,,,
সারি বেধে বাঁধা থাকে না ঘাটে ,,,,,
,
জেলে গুলোর দেখা নেই,,,,
কত দিন হলো,,,,,!
ডিঙি নায়ে জাল ফেলে ধরে না মাছ এই তটে!

ছেলেরাও আজ সাতারে দিতে গেছে ভুলে,,,,
কত সাতার কাটছে এই নদীর বুকে,,।

কাশফুলে দোলে না আর বাতাসে,,,,,
তাই পাখি গুলোও উড়ে বসে না সরে,,,

দুই পাড়ে আজ নাইরে প্রকৃতি,,,,,
বৃষ্টির কালে ডাকে না ডাহুক,,,,
কুহু কুহ আর কাশফুলের ঝোপে!
সাদা বক গুলো আজ নামে না মাটিতে,,,,
স্বার্থপর মানুষের ভয়ে!

উঠেছে গড়ে দুই পাড়ে কলকারখানা আর ভাটা!
অবাক নদী কেদে মরে শুকিয়ে যাবো সৃষ্টি কর্তা!
সহ্য হয় না মোর এ অসহ্য জ্বালা,,,,,,
সর্ব প্রকার বজ্র পরে,,,,,,, মাছ গেছে মারা,,,,,
কত রঙিন মাছ ছিল,,,,,, ছিল কত প্রানী৷,,,,,
কোথাও আজ যাচ্ছে শুকিয়ে অবলা এই নদী,,,,

দেখা নেই,,, দেখা নেই জলজ প্রানী কিংবা উদ্ভিদ,,,,
দেখা নেই পাড়ে হেটে যাওয়া গান করা বাউল।।
শুনি না মাঝির মুখে,,,, গানের কথা সুরে সুরে,,,,,
গাঙ চিল উড়ে না,,,,,,,, নদীর উপরে,,,,,,


নদীর তীরে কিশোর এসে ভর রৌদে,,,,
করে না খেলা বালুর মাঝে,,,,,
কেউ ডাকে না তাকে ঘরে ফিরে আয়,,,,,,,
যাসনে পড়ে।।।

নদী পানি বিনা ভরে উঠছে মাটিতে,,,,
কারখানা,বাড়ি,,,,রাস্তা হচ্ছে সারি সারিতে,,
যেখানে ছিল খাল বিল নদী,,,,,
সেখানে আজ উন্নতির ছবি,,,,,