কবিতা==প্রাক্তন প্রেম- উপন্যাস.

কিছু জনের মায়া কেটে গেলেও!
মনে মাঝে মাঝে কড়া নারে নির্জনে!
কিছু কিছু কথা মনে পরে অবিকল হৃদয়ে।
ভাবতে বেশ ভালো লাগে -
হয়তো চোখের অশ্রু বিনা বাধায় পতিত হয় ভুমিতে!

মুখে হাসি ভাসে,,,,,কিন্তু চোখেরকোনায় পানি পড়েছে জমা!
টলমলে চাহনিতে তা পড়ে না কারো কাছে ধরা।

ভাবনার পাতা উল্টে,, উল্টে পড়া হয় উপন্যাসটা -
যেখানে বলা হয়েছিল " ভুলো না আমায়, ভুলো না!"
প্রাক্তন প্রেমের এই কথা টি অশ্রু ঝরার কারণ।
প্রেম নেই,,,মায়া নেই,,,ঘৃণাও নেই উপন্যাসের শেষটায়।
আছে শুধু শূন্য পাতা লেখার রয়েছে বাকি!
প্রাক্তন প্রেম, ভুলতে না পেরে লেখক জমিয়েছেন পাড়ি।

(সংক্ষিপ্ত
লেখার চেষ্টা )