মাটির প্রদীপটি নিভু নিভু করে !
অল্প অল্প তেলে মায়ের মনটি চিন্তায় মরে !
এখনো রাত বেশ আছে!
খোকা ফিরেনি ঘরে!
অপেক্ষা তার প্রহরে জাগে হালকায় আলোর নিড়ে!

ভাবে মায়ের মন! খোকা ফিরবে কখন?
বারেবারে লক্ষ করে প্রদীপ জ্বলবে কত?
খোকা আসতে এখনো হয়তো আছে মাইল শত!

খেয়েছে কি খায়নি খোকা?
বিপদ আপদের কি আছে আশঙ্কা!
চিন্তার মাঝে ঠোঁটে হাসি খোকা ঘরে ফিরবে!
হয়তোবা আরো অধিক রাত হবে!

দেখবো তারে নয়নও ভরে!
দেখিনি কতদিন ধরে!
মাটির প্রদীপটি কি তাঅব্দি অপেক্ষা করবে!

নিভু নিভু আলোয় হাতটি বাড়ায়!
আড়ালে ঢাকে প্রদীপখানা!
বাতাসে যেন নিভে না যায়,  জ্বালাতে গো পারবে না!

ভাবিতে ভাবিতে মুয়াজ্জিনের সুর!
এমনও সময় মা বলে যেন ডাক দেয়, দূর
চেয়ে দেখে ভোরের সূর্য উঠে!
তারই আলোর কিরণে খোকা আসছে ঘরের দিকে!
মায়ের চোখের ছলোছলো চাহনি মুখ ভর্তি হাসি!
আমার খোকা ঘরে এসেছে, এসেছে আমায় দেখতে!

মাটির প্রদীপ খানা নিভে গেল অবশেষে
মা এখন সর্বসুখ তার ছেলেকে পেয়ে!