পলাশীর যুদ্ধের পরে নবাব,,,
সিরাজদ্দৌলার  পরাজয়ের ফলে,,,
চিরতরে ডুবে চিল বাংলার সূর্য!

দুইশত বছর কেঁদে কুলহীন,,,
কত অত্যাচার, অবিচার হয়ে,,,,
সয়ে গেছে বাঙ্গালী নিস্তব্ধ!

দুইশত বছর পরে সূর্য আবার,,,
বাংলার পূব আকাশে উঁকি মারে!
বঙ্গবন্ধু,, শেরে বাংলা এদের মতো কতো!
বাংলা মায়ের সন্তান।
নিজের প্রানের ঝুঁকি নিয়ে,,
ফিরিয়ে এনেছে বাঙ্গালির মান!

ছাত্র -ছাত্রী, কৃষক,শ্রমিক, চাকরিজিবি,
মুমিন, পুরোহিত নারী  -পুরুষ সবে,
নিজের আপন প্রাণ দিয়েছে কুরবান,,,
সতীত্ব করিয়া বিলীন হয়েছে মলিন,,,
এনেছে বাংলার স্বাধীনতা,,
হয়েছে বাঙ্গালীর মুক্তি!

ঘৃণীতজন পাকিস্তানি!
ধনসম্পদ কেড়ে নিয়ে বাঙ্গালি কে করেছে খালি!
বিঙ্গ যারা ছিলেন অবশিষ্ট ঙ্গানীগুনি,!
বাঙ্গালিকে দেখিয়েছেন উন্নতির পথ!
করিতেচেয়েছেন ধনী !

ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে,,,,
রক্তমাখা ওই রাজ পথ দিয়ে
স্বাধীনতা তুমি এসেছিলে লাল সবুজের,
একটা পতাকা নিয়ে!
এই স্বাধীন বাংলায়!

বিপদে আবছায়া কেটে গেছে বহুকাল,,,,
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেমানান!
তাই তো হয় ভয়,,, সত্যি কি হয় সংশয়!

যাসনে স্বাধীনতা মুখ ফিরিয়ে,,,
তাহলে হাহাকার লাগবে বঙ্গভূমিতে,,,
ত্রিশ লাক্ষ প্রান আবার কাঁদিবে,,,
কাঁদবে এই নিরীহ বাংলা,,!
যাসনে স্বাধীনতা ছেড়ে এদেশ!
স্বাধীন দেশ 🇧🇩 বাংলাদেশ!