নববর্ষের আনন্দতে চলছে সবে
এবার বুঝি দুঃখ কষ্ট দূরে রবে
হিংসা বিদ্বেষ দূরে ঠেলে ঐক্য হবে
দেশ তবে কি নবরূপে সাজবে ভবে।


এবার তবে নতুন করে শপথ হবে
গরীব দুখীর পাশে সবে নিত্য রবে
তারা কেন একা একা দুঃখ সবে
দুঃখগুলো সবাই মিলে কেড়ে নিবে।


দেশটা তখন এগিয়ে যাবে ঐক্য হলে
ঐক্য গড়ি সবাই মোরা বিভেদ ভুলে
লাল সবুজের পতাকাকে উচ্চে তুলে
গান ধরি সব দেশের তরে মনটা খুলে।


অতীত কালের জীর্ণতা সব দূরে ঠেলে
পান্তা ইলিশ লোক দেখানো দূরে ফেলে
গরীব দুখীর পাশে দাঁড়াই বিভেদ ভুলে
দেখবে তখন ময়ূরপঙ্খী নাচবে দোলে।


এমন করে প্রভাতফেরি আসলে ঘরে
হাসবে তখন বর্ষবরণ সবার তরে।