কে মিটাবে বিভেদ যতো
কে আনিবে সাম্য
কে আনিবে শান্তি ধারা
কার কাছেতে কাম্য।


কে টুটাবে আঁধার রাত্রি
কে আনিবে আলো
কে ছুটিবে ঘোড়ার বেগে
আনতে সকল ভালো।


কে ঘুচাবে অশান্তি সব
কে আনিবে সুখ
কে হটাবে সাহস নিয়ে
ধরার সকল দুখ।


কে ফলাবে ন্যায় ইনসাফ
কে করিবে রাজ
কে ভাবিবে রাত্রি নিশি
আনতে ধরায় সাজ।


নিজের উপর কি দায়িত্ব
সকল কাজে ভাবো
সবাই যদি ঝাঁপিয়ে পড়ি
বিজয় মুকুট পাবো।