তুমি কি জানো ঈদের দিনে তোমার কি যে শিক্ষা
মাহে রমজান তোমার মাঝে কি দিয়েছে দীক্ষা
তুমি কি জানো সুন্নাহ মতে কেমন হবে ঈদ
কেমন করে উৎসব হবে ঈদ মোবারক ঈদ।


রোজার মাসে উপোষ থেকে দেখেছো কেমন লাগে
কেমন করে গরিব মিসকিন উপোষ বলো থাকে
ঈদের দিনে এসো সবাই বিবেক মোদের জাগাই
গরীব-মিসকিন মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াই
তাদের সাথে মিলেমিশে যে কাটাবে ঈদ
তাহার জন্য ঈদ আনন্দ ঈদ মোবারক ঈদ।


ঈদের খুশী ভাগ করে নাও গরিব দুখীর সাথে
হিংসা বিদ্বেষ দূর করে দাও ঈদের মোলাকাতে
ছিন্নমূল ঐ শিশুর মাঝে নতুন জামা দাও
ধনী গরিব ভেদাভেদ ভুলে কাছে টেনে নাও
দেখবে তখন জীবন জুড়ে আনন্দেরই ঈদ
আকাশ বাতাস বলছে হেসে ঈদ মোবারক ঈদ।