ঈমান কাকে বলেরে ভাই
বলতে পারো বলো
না জানিলে বুক ফুলিয়ে
স্বাধীন কেন চলো?


বলছি এবার শুনো ওভাই
ঈমান কাকে বলে
সংজ্ঞা শুনে গড়বে জীবন
সঠিক যেন চলে।


তিন ধরনের অর্থে ঈমান
প্রথম মুখে স্বীকৃতি
তারপরেতে বিশ্বাস মনে
কাজে করো আকৃতি।


এই ধরনের ঈমান তোমার
থাকে যদি মুজমালে
তাইলে তুমি সফল হবে
সফল হবে সবকালে।


আরো যদি ঈমান থাকে
মুফাসসালের উপর
ঈমান তোমায় নিয়ে যাবে
জান্নাতের-ই ভিতর।