শিশুরাতো বই পড়ে দেশটাকে গড়বে
তারা কেন বই টেনে কুঁজো হয়ে মরবে
শিশুদের কাঁধে কেন বইয়ের বোঝা
শিশুদের কোমর নয় কেন সোজা।


তিন চার বয়সেতে পড়ালেখা শুরু
বই কাঁধে ছুটে চলে ম্যারাথন গুরু
পিছনেতে পড়ে যারা বই দেয় দন্ড
এভাবে গড়ে উঠে কোন মেরুদণ্ড?


কাঁচা শিশু পাকা হতে যত্নটা দরকার
গড়ে উঠা শিশুরাই ভবিষ্যৎ সরকার
তাই যতো শিশুদের করে যাবে যত্ন
সেই শিশু দিনে দিনে হয়ে যাবে রত্ন।


শিশুদের শিক্ষা দাও খেলাধুলা মাটে
গাছপালা পশুপাখি থাকে যেন পাঠে
শিশুদের জ্ঞান চাই বইয়ের ভার নয়
আদর যত্ন পেলে শিশুদের হবে জয়।