খোকন সোনা প্রশ্ন করে
প্রজাপতি দেখে
প্রজাপতির গায়ের রঙ
কে দিয়েছে মেখে।


প্রশ্ন করে জানতে আরো
কে দিয়েছে আকাশ
কার কথাতে এদিকওদিক
ছুটে চলে বাতাস।


কার হুকুমে ভোর বিহানে
পাখিরা গায় গান
কার হুকুমে ফুটছে ফুল
ছড়িয়ে দিচ্ছে ঘ্রাণ।


কার ইশারায় বৃষ্টি ঝরে
কার ইশারায় রোদ
তার কাছে কি করতে হবে
পাওনা যতো শোধ।


হাজার রকম প্রশ্ন খোকার
উত্তর হলো এক-ই
সকল কিছুর মালিক খোদা
যা কিছু সব দেখি।


ধরার সকল সৃষ্টি যতো
সব কিছু যে তার
তাহাঁর কথা না মানিলে
কেউ পাবেনা ছাড়।