নষ্ট পথে যাত্রা যাদের
নষ্ট তাদের মন
নষ্ট পথে কামাই করে
নষ্ট করে ধন।


নষ্ট হলে দেশের নেতা
নষ্ট করে দেশ
নষ্ট পথে সমাজ চালায়
নষ্ট পরিবেশ।


নষ্ট পথে চললে নারী
নষ্ট হয় বাড়ি
নষ্ট হলে পাকা রাস্তা
নষ্ট করে গাড়ি।


নষ্ট হওয়া বৃক্ষ লতায়
আসে নাতো ফল
নষ্ট হওয়া ফোনের মাঝে
আসে নাতো কল।


নষ্ট হওয়া শিক্ষক হতে
মিলে নাতো শিক্ষা
নষ্ট হওয়া বইয়ের পাতায়
মিলে নাতো দিক্ষা।


নষ্ট হওয়া লেখক হতে
নষ্ট পাঠক গড়ে
নষ্ট হওয়া অভিনেতায়
নষ্ট নাটক করে।


নষ্ট হওয়া ছড়াগুলো
পড়ে নাতো কেউ
নষ্ট হওয়া কুকুরেরা
করে ঘেউ ঘেউ।


নষ্ট করা ছোঁয়াছে রোগ
ছড়ায় সবখানে
নষ্ট হওয়া সকল জাতি
বিপদ কাছে টানে।


নষ্ট মানুষ ভালো করতে
রবের বিধান আছে
নষ্ট জিনিস ভালো করতে
ঔষধ তাহার কাছে।