তরুণ সমাজ অবক্ষয়ে যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে
অপকর্মের যাত্রা দেখে থাকছি ভয়ে ভয়ে
নৈতিকতা হারিয়ে গেছে শ্রদ্ধাবোধ নাই
উপদেশ দিলে এখন উল্টো গালি খাই।


একটুখানি বয়স হলেই প্রেমের পিছে ছুটে
পিতামাতার দ্বার দ্বারেনা মেয়ে নিয়ে ফুটে
সেই দোষে পিতামাতার মাথায় পড়ে বেল
সন্তানের জন্য তাদের কাটতে হয় জেল।


ছেলে সাজে মেয়ের মতো মেয়ে হয় ছেলে
ইচ্ছে করে ধরে ধরে পাঠাই তাদের সেলে
বাংলা কথা ভুলে তারা হিন্দীতে কয় কথা
জীবন দেয়া ভাষার জন্য বুকে লাগে ব্যথা।


লজ্জাবোধের মাথা খেয়ে মেয়ে পড়ে কাপড়
ছেলেদের দেখে ভাবি নাই কিছু তার বাপ'র
ধর্ষণে তাই দেশ ভরা শান্তি সুখের নাই লেশ
অপরাধে দেশ দেখো ধিরে ধিরে হচ্ছে শেষ।


ছেলেমেয়ে নেশা করে জীবন বানায় কয়েল
শরীরেতে তাদের যেন ফুরাই গেছে অয়েল
যুবক কালেই চেহারাতে বৃদ্ধ কালের ছাপ
বিয়ে ছাড়া দেখতে লাগে দশ সন্তানের বাপ।


সুখের সমাজ গড়তে হলে তরুণ সমাজ গড়ো
নৈতিকতা গড়তে হলে কোরআন হাদীস পড়ো।