এই আসরে মিলছে কতো
ফুল ফুটানো কবি
তাদের থেকে সুবাস নিতে
ছুটছে প্রজাপতি।


কবির সুরে গাইছে দেখ
পাখপাখালি গান
কবির আঁকা ছবি দেখে
জুড়ায় মনপ্রাণ।


কবির ঝর্ণায় ভেসে উঠে
অতীত কালের স্মৃতি
সেখান থেকে তৃষ্ণা মিটে
বাড়ে চলার গতি।


কবির আকাশে ছড়িয়ে আছে
জ্যোৎস্না চাঁদের হাসি
সেই হাসিতে বলছে সবাই
কবি ভালবাসি।