অতীত থেকে বর্তমান
অনেক কবি পেয়েছিলেন
অনেক বেশি সম্মান,
আবার অনেক কবির
ঝুলিতে পরেছে
অনেক গুলো অপমান।


ইতিহাসের পাতায় চেয়ে দেখ
অনেক কবির হয়েছে স্হান,
আবার অনেক কবি হারিয়ে গেছেন
হয়নি তাদের অবস্থান।


অনেক কবি জাতি গঠনে
রেখেছেন অনেক অবদান
অনেকে আবার জালিমের কাছে
করেছেন জীবনদান।


অনেক কবি অন্যায়ের প্রতিবাদে
বন্দি হয়েছেন কারাগার
কারার শিকলে বন্দি থেকেও
জন্ম দিয়েছেন বিদ্রোহী কবিতার।


আবার অনেক কবির কবিতায় ফুটেছে
সমাজের সকল চিত্র
তাদের সমাজ সকল সময়
করেছে গুনকৃর্ত।


অনেকে আবার দেশদ্রোহীতে
করেছিল মিত্র
তাদের সমাজ সকল সময়
করেছে ধিকৃত।


অনেক কবি রয়েছে আবার
অপসংস্কৃতিতে লিপ্ত
অশ্লিলতা ছড়িয়ে দিয়ে
তরুণদের করছে  নির্লিপ্ত।


জাতি তাদের সকল সময়
দিয়েছে অনেক ধিক্কার
পরপারে করিবে তারা
জাহান্নাম থেকে চিৎকার।


কবি যখন হয়েছো তুমি
হও তুমি সৎবান
আজীবন তোমায় করিবে জাতি
প্রাণ ভরে সম্মান।।