স্রষ্টার অপূর্ব আছে যতো
সৃষ্টি
তাদের মধ্যে অনবদ্য হলো
বৃষ্টি
বৃষ্টি ছাড়া পৃথিবী হতো না
মিষ্টি।


বৃষ্টি না থাকলে পৃথিবী থাকতো
মরুভূমি
সৃষ্টি হতো না ধরায় সবুজ
বনবনানী
পাখিরা গাইতো না মধুর কন্ঠে
গান
কবিরা লিখতো না কোন ছড়া,কবিতা
গান
অপরূপ পৃথিবীটা থাকতো তখন
নিষ্প্রাণ।


বৃষ্টি ঝড়ে পৃথিবীতে হয়েছে কতো
অরণ্য
বৃষ্টির জন্যই পৃথিবীকে লাগছে দেখ
লাবণ্য।


বৃষ্টি হলে ফুলগাছে নতুন ফুল
ফুটে
ফুল থেকে মধু নিতে মৌটুসিরা
ছুটে


বৃষ্টি হলে প্রাণহীন বৃক্ষ নতুন করে পায়
প্রাণ
সবুজ পাতার আড়ালে বসে পাখিরা ধরে
গান।


বৃষ্টি হলে সকল সৃষ্টি, ফিরে পায় যেন
প্রাণ
বৃষ্টি হলো স্রষ্টার সেরা, অপূর্ব এক
দান।