সৃষ্টির সেরা জীব যারে বলে সকলে
সেতো মানব যাকে ভক্তি দিয়েছে সবে মিলে
কেন এতো শ্রধ্যা কেন এতো ভক্তি
কেন মানবের তরে নতজানু ধরার সকল সৃষ্টি
কেন তাহাতে বশ মানে তাহাতে বড় অশ্ব
দানবের মতো হস্তী কেন হয় তাহার বশ্য
কিভাবে বিসাক্ত সাপ পুশ করে মানব সাপুড়ে
বনের পঙ্খী খাঁচায় বন্দি কিভাবে কথা বলে?
                      (২)
এই কাহিনী বলছি শুনো সকলে
সকল জিঙ্গাসার জবাব খোদাই বলেছেন গ্রন্হে
মানব তাহার প্রতিনিধি ভূশিত হয়েছে সম্মানে
তিনিই ধরার সবকিছু করেছেন মানব অধিন
মানবকে করে দিয়েছেন পরিপূর্ণ স্বাধীন।
                     (৩)
মানব সৃষ্টির পরিকল্পনা হয় সপ্ত আকাশে
মানব সৃষ্টির পূর্বে সেথায় পরামর্শ সভা বসে
পরামর্শ সভায় বলেন খোদা, মানব সৃষ্টি হবে
দুনিয়ায় আমি প্রতিনিধি পাঠাবো, কেমন বলো হবে
বললো ফেরেস্তা কি হবে জাহানে মানব প্রেরণ করে
আমরা তো চলছি অবিরত তোমার গুনকৃর্তন করে।
পূর্বে যাদের পাঠালে প্রভু তাহারা করেছে ফ্যাসাদ
আবার যদি পাঠাও মানব তাহারা করিবে রক্তপাত।
ধমক দিয়ে বললেন প্রভু, আমি যা জানি তুমরা কি তা জানো?
বললো তারা,হে প্রভু ক্ষমা করো মোদের, আমরা তোমার অনুগত।
তাহার পরেই সৃষ্টি হলো আদমের প্রাণ,
বললেন প্রভু, আদমের পায়ে সবাই করো প্রণাম
অহংকারী ইবলিশ ছাড়া সবাই করলো সালাম
তিরস্কৃত হলো ইবলিশ সেথায়, আদম পেলো সম্মান
সেখান থেকেই শুরু হয় মানবের উত্থান।
                           (৪)
ইবলিশ বললো হে খোদা, যার জন্য আমি তিরস্কৃত
তাহাদের আমি তোমার কাছ থেকে করিবো বহিস্কৃত
বললেন খোদা, পারিবেনা তুমি যারা রয়েছে অনুগত
যারা খোদার তরে লুটাবে জীবন,করিবে মস্তক অবনত
আমার ইবাদতে মশগুল হয়ে জীবন করিবে গতো
হালাল করবে গ্রহণ,হারাম প্রত্যাখ্যান
এতেই মানব চিরজীব পাবে চিরস্থায়ী কল্যাণ
আরো হবে তারা শান্তিময় জান্নাতের মেহমান।
                          (৫)
আর যদি তোমায় মানব মানে, পাপকে করে সঙ্গ
মানব যদি দানব হয়,করে যদি খোদার নিয়ম ভঙ্গ
তাহলে তাদের জন্য তৈরি আছে আগুনের বাসস্হান
পরকালে তারা করবে সেখানে চিরস্থায়ী অবস্থান।