নদী নালা খালবিল
পানি তৈঁ তৈঁ
তলিয়ে গেলো ঘরবাড়ি
কোথায় বলো রই।


বন্যা নামের সন্যাসী
হামলা করলো এসে
ঘরবাড়ি ক্ষেতখামার
পানিতে গেলো ভেসে।


সবাই দেখ কাঁদছে বসে
পেটে অনেক ক্ষুদা
ঘরবাড়ি তো ভেসে গেলো
থাকবে এখন কোথা।


বিত্তবানরা হাত বাড়াও
পাশে দাড়াও তাদের
পানির মধ্যে অবরুদ্ধ
দিন কাটছে যাদের।


খাবার পানি অর্থ পাঠাও
সাথে চিড়া গুর
এসব পেয়ে তাদের মাঝে
আসে যেন ভোর।