ছোট্ট খোকা জিদ ধরেছে
থাকছে বসে গাল ফোলে
খাবে না আজ কোন কিছু
নতুন জামা না পেলে।


খোকা সোনা বলছে কেঁদে
কিভাবে যাবো বিদ্যালয়
বন্ধুদের দেখলে মাগো
আমার কি যে লজ্জা হয়।


বলছে খোকা কেঁদে কেঁদে
আর যাবো না স্কুলে
তাদের মতো  নতুন জামা
আমায় মাগো না দিলে।


ভাবছে মা কাঁদছে বসে
কিভাবে যে জিদ ভাঙ্গে
ঝিয়ের কাজ করে বলো
কিভাবে জামা দেই কিনে।


ওরে সোনা রাগ করে না
তুমি আমার প্রাণ
মাইনে পেয়ে কিনবো জামা
ভাঙ্গ তোমার মান।


কেঁদে খোকা বললো মাগো
চোখে কেন পানি
লাগবে না মোর নতুন জামা
কাঁদবে না আর তুমি।


কেঁদে মা জড়িয়ে বলেন
ওরে সোনামণি
পড়ালেখা করলে তুমি
পাবে সুখের খনি।