স্মৃতির পাতায় ভাসে
অতীতের দিন
বন্ধুদের সাথে নিয়ে
কেটেছে রঙ্গীন।


কতো হাসি কতো ঢং
ছিলো অবিরত
মান অভিমান ছিলো
শত শত।


অভিমানে বারবার
দিতাম আঁড়ি
অল্প পরে সবি ভুলে
হতো জড়াজড়ি।


বন্ধুরা ছিলো মোর
কতো যে ভালো
মনের দুঃখ তাদের কাছে
খুলে বলা যেতো।


কারো চোখে পানি দেখলে
উতলা হয়ে যেতো
বন্ধুর মুখে হাসি ফুটাতে
জীবন পেতে দিতো।


এমন জীবন পাড় করেছি
ভুলতে পারি না
এসব স্মৃতি চোখে ভাসলে
কান্না থামে না।