চর্মচোখে কখনো দেখিনি
তোমার বদনখানি
কখনো আমি মধুর ডাক
বাবা ডাকতে পারিনি।


জন্মের পর হারালাম তোমায়
বঞ্চিত স্নেহ মায়া
সন্ত্রাসিরা কেড়ে নিলো প্রাণ
হলাম পিতৃহারা।


এই পৃথিবী বড়ই নিষ্টুর
নিষ্টুর মানব প্রাণ
যেকোন সময় স্বার্থের জন্য
স্বজনেও নেয় প্রাণ।


তোমায় নিয়ে শুনেছি কতো
মায়ের কাছে গল্প
মনের গহীনে এঁকেছি দেখো
তোমায় নিয়ে স্বপ্ন।


পরের বাবার স্নেহ দেখলে
হৃদয়ে ব্যাথা জাগে
চোখ থেকে তখন অশ্রু ধারা
অবিরত ঝরে পরে।


কেমন আছো বাবা তুমি
অন্ধকার কবরে
আমার মতো তোমারো কি?
চোখে অশ্রু ঝরে।


জানিনা বাবা কেমন আছো
আমাদের কে ছেড়ে
দুয়া করি বাবা ভালো থেকো
অন্ধকার কুটীরে।