গগন জুড়ে জ্যোৎস্না আলো
চিন্তায় হলাম মত্ত
কোথায় যেন হারিয়ে গেলাম
খুঁজতে গিয়ে সত্য।


গগনটা যে মাথার উপর
খুঁটিবিহীন আছে
অনেক জিনিস পুরণ হলো
গগন যেন সাজে।


গগনটা তে মেঘ জমলে
লাগে তখন কালো
গগন হতে বৃষ্টি ঝরলে
গগন হয় আলো।


গগনটা যে উদার ছিলো
উদার হয়েই আছে
গগন তলে ভালো মন্দ
একসাথেই তো বাঁচে।


গগন মাঝে স্বাধীন ভাবে
উড়ছে দেখো পাখি
গগন মাঝে লক্ষ তারার
জ্বলছে দেখো বাতি।