মানুষ আজ হচ্ছে বেহুঁশ
টাকার নেশায় অন্ধ
টাকার মাঝে খুঁজে ফিরে
শান্তি সুখের গন্ধ।


আমি বলি অরে বেহুঁশ
কেন খুঁজিস হন্য!
শান্তি কি বাজার হাটের
সস্তা কোন পণ্য?


শান্তি যদি সস্তা হতো
কিনতো আগে রাজা
রাজার দেয়া শান্তি পেয়ে
খুশি থাকতো প্রজা।


শান্তি তো নয়, এতো সস্তা
যায় না টাকায় পাওয়া
তাইতো অনেক রাজারাণীর
শান্তি হলো হাওয়া।


শান্তি পেতে খোদার কাছে
ধরনা দিতে হয়
অল্পতে সন্তুষ্ট হলে
শান্তি সেথায় রয়।