কেন যে আমি কবি হলাম
ভাবছি শুধু বসে
ছন্দ গুলো হারিয়ে যাচ্ছে
তাঁরার মতো খসে।


সকাল বিকেল সন্ধ্যা রাতে
ভাবনা সবসময়
কোন ধরনের লিখলে তবে
কবিতা সৃষ্টি হয়।


কবিতার দেশে শিখেছি আমি
কবিতা লেখার ভাবনা
ছন্দ দিয়েই কবিতা লিখলে
কবি হওয়া তো যায়না।


কবির মাঝে সৃষ্টিশীলতা
থাকলে সবসময়
ছন্দের সাথে অর্থের মিলে
কবিতার জন্ম হয়।


যতো উঁচু মানের শব্দ দিয়ে
লিখে যাবে কবি
কবিতার জগতে উদ্ভাসিত হবে
নিত্য নতুন রবি।