আনন্দ আর খুশির বন্যা
          রবিউল আউয়াল ঘিরে
আকাশের চাঁদ নামলো যেন
          মা আমেনার নীড়ে।


আঁধার রাতে জ্যোৎস্না আলো
          ঝলঝল করে জ্বলে
আকাশ বাতাস তাঁর আগমনে
          উৎসব করে চলে।


শত বছরের পৌরাণিকতা
          মাটিতে পরে লুটে
একত্ববাদের আলোক রশ্মি
           চতুর্দিকে ছোটে।


অন্ধকারের পথ রুদ্ধ হলো
           আলোর দরজা খুলে
সত্য সমাজ গড়ে উঠলো
           পাপাচার দূরে ঠেলে।


ন্যায় ইনসাফের মূর্তপ্রতিক
           উপাধি আল-আমিন
সত্য পথের বাধা হলো
           খোদাদ্রোহী সব জালিম।


শত নির্যাতন সহ্য করে
           জ্বালালেন সেথায় আলো
আমির,ফকির ভেদাভেদ ভুলে
            এককাতারে সব হলো।


এখন আর হয়না দাফন
            জীবন্ত নারীর দেহ
বিভেদ ভুলে চলছে সবে
            খুন হয়না আর কেহ।