সম্মানিত হয়েছে মানব
       প্রতিনিধিত্ব পেয়ে ধরার
উদ্দেশ্য শুধু একটাই
       ইবাদত করবে খোদার।
জীবন সেতো সঞ্চয়
       পরকালের জন্য
খোদার পথে অতিক্রম করলে
       জীবন হবে ধন্য।


ক্ষনস্থায়ী জীবন নিয়ে
রঙ্গীন আঁকা স্বপন দিয়ে
মরিচিকাময় সৌন্দর্যের মোহে
চোরাবালিতে যারা ডুবে রহে
পার করে জীবনোচ্ছ্বাসে ভুবন
খোদার সাথে বিচ্ছেদ হবে
তাদের সকল বন্ধন।


শেষ বিচারে সংগঠিত হবে মহাসমাবেশ
জীবনের হিসেব নিকেশ হবে সেথায় পেশ
পাপিদের জন্য তৈরি হবে বিভীষিকাময় পরিবেশ
পুণ্যবানদের জন্য থাকবে সেথায় শান্তির সন্নিবেশ।


প্রথমে পাঁচখানা সওয়ালের জবাব
         দিতে হবে সেথায়
জীবন ও যৌবনের শক্তি সামর্থ্য
         পার করেছ কোথায়?
ধন কিভাবে করেছ অর্জন
          কোন পথে করেছ বর্জন?
অর্জিত জ্ঞানে কতোটুকু
          পার করেছ জীবন?


নিক্তির পাল্লায় তুলা হবে
           অর্জিত সব আমল
পাল্লায় নির্ধারিত হবে
            কে সফল, কে বিফল।
পাপের পাল্লা ভারি হলে
            দেয়া হবে অপেক্ষমাণ শাস্তি
পূণ্যের পাল্লা ভারি হলে
            দেয়া হবে অনন্তকালের শান্তি।


পাপিদের জন্য তৈরি আছে
           সাতখানা নিকৃষ্ট স্থান
পাপের অনুপাতে দেয়া হবে
           পাপিদের বাসস্থান।
আগুনে পুরিবে শরীর
            সৃষ্ট হবে নিত্য ত্বক
পৃথিবীতে যারা খোদাদ্রোহী ছিল
              বুঝবে তখন সখ।
ক্ষুদার জ্বালায় চিৎকার করিবে
              দেয়া হবে কাঁটাযুক্ত ফল
পিপাসার্ত হয়ে পানি পানি চিৎকারে
              দেয়া হবে ফুটন্ত পূঁযের জল।
চোখের পানির মূল্য সেথায়
              পাইবে না কোন কাল
এমন শাস্তির মধ্য দিয়ে
              কাঁটাবে অনন্তকাল।


পুণ্যবানদের কে স্বাগত জানিয়ে
             দেয়া হবে সুখের বাসস্থান
সেথায় তারা চিরযৌবন নিয়ে
             চিরস্থায়ী করবে অবস্থান।
এমন জীবন পাইবে সেথায়
             কল্পনায় ছিল অসীম
কোন কিছুর শূন্যতা নেই
             থাকবে না কিছু সসীম।
সঙ্গিনী পাইবে এমন সুন্দরী
            তাহার রূপে লজ্জিত ধরণী
অপরূপ সৌন্দর্যের প্রাসাদ পাইবে
            সেবিকা পাইবে হুর
কোন কিছুর অভাব হইবে না সেথায়
           সবকিছু ভরপুর।
সবুজ রং এর বাগান থাকবে
           শরাপ ও মধুর নহর
হেলান দিয়ে আসনে বসিবে
            এভাবে কাটিবে প্রহর।