দেশ স্বাধীনের সহযোগী তাই
                চল্লিশ বছর ধরে
ঋন পরিশোধ করে যাচ্ছি
                 রক্ত বিক্রি করে।


তোমায় নিয়ে লড়াই করলাম
                থাকবো স্বাধীনতায়
ঋন পরিশোধ করতে করতে
                থাকছি রক্তশূন্যতায়।


অনেক আগেই ঋন পরিশোধে
               উজানে দিয়েছো বাঁধ
পানির অভাবে পেয়েছি মোরা
                মরু দিগন্তের স্বাদ।


ইচ্ছে মতো পানি বন্ধ করে
                ভাতে তুমি মারো
অপ্রয়োজনে পানি ছেড়ে
                 ডুবিয়ে তুমি ছাড়।


যা চেয়েছো তাই দিয়েছি
               তবুও তুমি বেজার
এবার তুমি করতে চাও
                সুন্দরবনও উজাড়।


রক্ত আমার চুষেছো অনেক
               করিনি তো কোন রাগ
এখন আমার হৃদপিন্ড নিতে
                চেয়েছো তুমি ভাগ।


আর কতোকাল স্বাধীনতার জন্য
              দিতে হবে তোমায় অংশ
দয়া করে আর ঋনের কথা বলে
             করো না মোরে নিঃস্ব।