সবাই যেন এককেন্দ্রিক
   একই দিকে চলে
সবাই যেন এক মনের
   একি কথা বলে।


কবিরা যেন এককেন্দ্রিক
   একি লেখা লেখে
ভালোবাসা এককেন্দ্রিক
   একজনকে ঘিরে।


সূর্যটাও এককেন্দ্রিক
   একি দিকে উঠে
নদীগুলো এককেন্দ্রিক
   একি দিকে ছুটে।


ফুলেরা এককেন্দ্রিক
   একি সময় ফুটে
মৌমাছিরা এককেন্দ্রিক
   ফুলের মধু লুটে।


পাখিরা হলো এককেন্দ্রিক
   আকাশেতে উড়ে
বৃষ্টি   হয়  এককেন্দ্রিক
  আকাশ থেকে ঝড়ে।


শিল্পীরা সব এককেন্দ্রিক
    একি সুর বাজে
বধুরা হলো এককেন্দ্রিক
     একি ভাবে সাজে।


স্বপ্ন গুলো এককেন্দ্রিক
     একি ভাবে ভাসে
দুঃখ গুলো এককেন্দ্রিক
      একি ভাবে আসে।


সুখ গুলো এককেন্দ্রিক
    দূরে দূর থাকে
সুখের খুঁজে এককেন্দ্রিক
    ছুটতে হয় বাঁকে।


পৃথিবীটা এককেন্দ্রিক
    একি দিকে ঘুরে
প্রাণী গুলো এককেন্দ্রিক
     সময় হলে মরে।