উঁচু উঁচু পাহাড় আর সবুজের নীড়
অপরূপ সৌন্দর্য যেথায়, করেছে ভীড়
চা বাগান দিয়ে যেন, সাজানো মঞ্চ
দেখতে চাও যদি এসো কমলগঞ্জ।


পাহাড়ের গহিনে বাস করে, হামহাম রাণী
উঁচু থেকে অবিরত, ঝরছে সেথায় পানি
তাহার রূপের দর্শনে, হাটতে হয় অনেক খানি
প্রেমিকেরা ডাকে তারে চিতাহরিণী।


আরেক সুন্দরীর কাছে, মানে সবকিছু হার
শত শত প্রেমিক আসে, দর্শনে তাহার
মাধবপুর লেক যেন, সৌন্দর্যের কুঞ্জ
দেখতে চাও যদি এসো কমলগঞ্জ।


আসলে পথে শুভেচ্ছা দিবে, জাতীয় উদ্যান
গভীর অরণ্য তাহা, সবুজের বাগান
পাহাড়ে দেখতে পাবে, অনেক পানকুঞ্জ
দেখতে চাও যদি এসো কমলগঞ্জ।


অনেক রূপের সাজে, কমলগঞ্জ সজ্জিত
দেখতে না আসলে, হবে তুমি বঞ্চিত।


বিবরণঃ- সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলা অবস্থিত।
কমলগঞ্জে দৃষ্টি নন্দিত অনেক কিছু দেখার আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো -
১, হামহাম বা চিতাহরিণী ঝর্ণা। ২, লাউয়াছড়া জাতীয় উদ্যান।  ৩, মাধবপুর লেক। ৪, চা-বাগান। ৫, পানপুঞ্জি ইত্যাদি।