জীবনের চলার বাঁকে, শুধু কবিতাই হলো আমার আদিত্ব
উদাস মনে বিস্মিত হয়ে ভাবি,এতে আছে কি কোন কৃতিত্ব।


কবিতার জগতে মিশে গেছি এমন, আমি যেন কবিতা
কতো রজনী একসাথে কেটেছি, যখন নামে নিরবতা।


কবিতায় দেখি, কবিতায় আঁকি,আমার গাঁয়ের ছবি
যেথায় ভোরে স্নিগ্ধতা ছড়িয়ে,উঠে প্রতিদিন রবি।


কবিতায় ভাসে, কবিতায় হাসে, আমার মায়ের মুখ
চিরচেনা সেই মিষ্টি হাসিতে, কেটে যায় সকল দুখ।


কবিতা স্বপ্ন, কবিতা ভাবনা, কবিতা খেলার মাঠ
কবিতায় বসে বিকেলের আড্ডা, নিস্তব্ধ পথ-ঘাট।


কবিতা হাসায়, কবিতা কাঁদায়, কবিতা দেয় প্রেরণা
কবিতা আমায় নিয়ে যাবে স্বপ্নের দেশ, ইহাই কামনা


কবিতা আমার, আমি কবিতার, নেই কিছু হারাবার
কবিতা কে নিয়ে করবো আমি, সাত সমুদ্র পার।