ফুল তুলতে কাঁটা যদি
রক্ত ঝরায় হাতে
ফুলের পরশ ভুলায় ব্যথা
কষ্ট যায় তাতে।


সাগর তলে মুক্তা থাকে
সকলে তা জানে
মৃত্যু যেনেও বীর ডুবুরী
মুক্তা তুলে আনে।


দেশ বিজয়ের বীর সেনানী
জীবন বাজী রাখে
বিজয় শেষে বীরের বেশে
দুঃখ গুলো ঢাকে।


সুখ দুঃখ দুই ভাই
একসুত্রে গাঁথা
দুঃখ যদি থাকে পাশে
সুখ থাকে ছাতা।


আঁধার দেখে ভাবনা জাগে
রবি উঠবে কবে
আলোর রবি জেগে উঠলে
আঁধার ভুলে সবে।


এভাবেই তো চলছে জীবন
আলো আঁধার খেলা
রাতের সাথে দিনের মিলন
এভাবেই যাচ্ছে বেলা।