ঋতুর রাণী হেমন্তকাল
নতুন সাজে আসে
হিম কুয়াশার চাদর নিয়ে
শিশির ভেজা ঘাসে।


রাণী দেখ সাজ সেজেছে
শিউলি শাপলা ফুলে
রাণীর মাথার সবুজ কেশ
হিমেল হাওয়ায় দুলে।


রাণী এলো সাথে নিয়ে
নবান্নের-ই ধান
শিশির দিয়ে সকাল যেন
করে নিল স্নান।


কাঁচা সোনা রোদ পড়েছে
স্নিগ্ধ দুপুর বেলা
শস্যোৎসব কে ঘিরে হবে
পাড়ায় পাড়ায় মেলা।


ঘরে ঘরে খুশির বন্যা
গোলা ভরা ধান
নতুন চালের পিঠে হবে
আসবে মেহমান।


কৃষক হাসে প্রাণ খোলে
সুখে যাবে দিন
ফসল উঠলেই শুধ হবে
শুরুকালীন ঋন।


হেমন্তের-ই হিমেল হাওয়ায়
শান্ত নদীর জলে
মাঝির গানে মন মাতিয়ে
ডিঙি নৌকা  চলে।


ভোর সকালে আঁছড়ে পরে
শিশির কুয়াশা
হেমন্তের-ই পরশ মোদের
ছড়ায় ভালবাসা।