আমি হারিয়ে যেতে চাই অনেক দূরে
ডাকবে না কেউ আমার নাম টি ধরে
বিষাক্ত সমাজ থেকে ধন্য হবো সরে
আছে যেথায় সবকিছু নিস্তব্ধ পরে।
সেথায় থাকবে না রক্ত পচা দুর্গন্ধ
মানবতা যেথায় হবে না নির্যাতিত
পথে-ঘাটে রমণীরা হবে না ধর্ষিত
থাকবে না কখনো নব্য শিশু বঞ্চিত।


সেথায় সুখ ও শান্তির মিলন রবে
দুঃখ গুলো জীবন থেকে বিদায় নিবে
মানব কখনো করবে না হাহাকার
সেথায় রবে না কেউ রক্ত ঝরাবার
শান্তির সুবাতাস বইবে ধরনীতে
এমন ধরা খুঁজছি নিত্য রজনীতে।