ধরণীতে কেন এসেছো তুমি
কিবা তোমার কাজ?
কোথায় তোমার শেষ ঠিকানা
কেন এতো সাজ?


নিজ কে প্রশ্ন করো নি কখনো
মুক্ত ভাবে চলছো
কারো কাছে দিবে না জবাব
এমন কথা কি ভাবছো।


ভাবছো তোমার দায়িত্ব নেই
এমনি ধরায় এসেছো
তাইতো সকল দায়িত্ব ছেড়ে
পাপাচারে মিশেছো।


স্বাধীন ভাবে চলছো তুমি
নেইতো কোন লাজ
দুষিত করছো অশ্লিলতায়
মানবের সমাজ।


পাপপুণ্যের ধার ধারনা
করছো রঙ্গ খেলা
যমদূত আসবে যখন
বুজবে তখন ঠেলা।


সময় থাকতে শুদ্ধ হও
করো খোদার কাজ
ভালো কাজে জীবন গেলে
পড়বে মাথায় তাজ।