মজার একটি ভ্রমণ গল্প
বলছি সবার তরে
স্থান হলো যে হাকালুকি
ঘুরবো নৌকায় চড়ে।


উদ্যোগী প্রিয় আফনান ভাই
তারিখ ১৪অক্টোবর
সুরমা ব্রিজের নিচ থেকে
৩টায় হলো সফর।


প্রতিক্ষার প্রহর সমাপ্তি হলে
সফর হলো শুরু
আফনান ভাইয়ের সাথে হলেন
মাসুক ভাই ও গুরু।


যাত্রা শুরু ওয়াচ টাওয়ারে
কেউ ধরেছে গান
আনন্দ উল্লাসে মোদের
চলছে অভিযান।


হাকালুকির যাত্রাপথে
খাবার হলো খাওয়া
অপরূপ সৌন্দর্য দেখে
চলছে গান গাওয়া।


ওয়াচ টাওয়ারে গিয়ে সবাই
পানিতে লাফ দিলো
অনেকক্ষণ পানির মাঝে
সাঁতার কাটা হলো।


নীল আশমান মিলছে যেন
হাকালুকির সাথে
ভ্রমণ স্মৃতি রাখতে সবাই
বন্দি ক্যামেরাতে।


সন্ধ্যা যখন ঘনিয়ে এলো
ফিরতে হবে বাড়ি
হাকালুকির বুক ছিঁড়ে তাই
চলছে মোদের তরী।


মাগরিব নামাজ পড়ার জন্য
নিলাম বিরতি
নামাজ শেষে, চা খেয়ে
যাত্রা ফিরতি।


উঠলো সবে তরীর উপর
যাত্রা শুরু হবে
তরী হঠাৎ উলটে গিয়ে
পানির মধ্যে সবে।


ভাগ্য ভালো কূলে এসে
ডুবছে মোদের তরী
সবার কাপড় ভিজে গেছে
কেমনে যাবো বাড়ি।


ফোন সবার ভিজে গেছে
খুলছে সবে বেটারি
তরী ছেড়ে আনতে হলো
পিকাপ নামের গাড়ি।


গাড়ির মধ্যে উঠে সবাই
ফিরবে নিরাপদে
যাত্রা পথে হঠাৎ দেখি
গাড়ি মোদের খাদে।


খাদ থেকে সবাই মিলে
তুললাম ঠেলে গাড়ি
এবার আশা জীবন নিয়ে
ফিরবো সবে বাড়ি।


অনেক কিছু শিক্ষা নিয়ে
সফর হলো শেষ
স্মৃতির পাতায় মোদের সফর
থাকবে সন্নিবেশ।