মানবতা বিশ্ব মাঝে মরে ধুঁকে ধুঁকে
মানবতাবাদী যারা! আছে বড় সুখে
অস্ত্রের চলছে খেলা মন দেখো শক্ত
ভাসছে লাশের ভেলা! পেট ভরা রক্ত
স্বার্থের পিছনে সব, ছুটছে সেথায়
স্বার্থের পতন হলে, ঝগড়া বাঁধায়
কিভাবে হারিয়ে ভাবে, হতে পারে বড়
তাদের ভয়ে কাঁপছে, বিশ্ব থরো থরো।


এসো না ফিরিয়ে আনি, মানবতা ভবে
মানবতা জয় হলে, শান্তি হবে তবে
রক্ত খেলা বন্ধ করি, সুখ খুঁজি সবে
সুখের প্রাসাদ গড়ি, দুঃখ ভুলে সবে
এসো সবে বন্ধু হই, হিংসা যতো ভুলে
হাতে হাত ধরি সব, শান্তি যেন মিলে।