তুমি যেও না বন্ধু, আমায় একা ফেলে।
তোমার অনুপস্থিতে আমার আকাশে চাঁদ উদিত হবে না, তুমি যেও না।
তোমার অনুপস্থিতে আমার ভালবাসার সাগর শুকিয়ে যাবে।
তুমি না থাকলে অরণ্য আমার মরুভূমিতে পরিনত হবে।


তুমি যেও না বন্ধু, যেও না একা ফেলে।
তুমি না থাকলে আমার ফুলের বাগানে ফুল ফুটে না।
ফুলের বাগানে প্রজাপতি, ভ্রমর ঘুরতে আসে না।
মৌটুসিরা ফুল থেকে মধু নিয়ে মৌচাক বুনে না।


তুমি যেও না বন্ধু, যেও না একা ফেলে।
তোমার শূন্যতায় রজনীতে চোখের পাতায় মিলন হয় না।
রজনী কেটে যায় বারবার, চোখেতে স্বপ্ন ভাসে না।
ঘুম পালিয়ে যায় অজানা যায়গায় তাকে খুঁজে মিলে না।


তুমি যেও না বন্ধু, যেও না একা ফেলে।
কেন বন্ধু আমায় ক্ষণিকের জন্য কাছে টেনে নিলে।
ভালবাসার সাগরে স্নান করিয়ে তপ্ত বালুকায় ফেলে দিলে।
কেন পুষ্পরাজ্যের প্রাসাদ গড়ে তছনছ করে দিলে।


তুমি তো চলে যাবে, তোমাকে কি বন্দি রাখা যাবে।
তুমি তো বন্দি খাঁচার পাখি নও, তুমি মুক্ত।
বরং আমাকে-ই মনের পিঞ্জিরে বন্দি করেছিলে।
আমি তো ভালই ছিলাম, কিন্তু তারপরও অবমুক্তি দিলে।


বন্ধু এই বন্ধন কিভাবে মুছে ফেলবো বলো।
সকাল থেকে সন্ধ্যা তোমার হাসি খুশি বিনোদনে সুখের সমুদ্রে দিন কেঁটে ছিলো।
তোমার ভালবাসায় হৃদয়ের ক্ষত পালিয়ে ছিল।
তোমার পরশে মনের প্রাসাদ আলোকিত হয়েছিল।


বন্ধু চলে যাও, সুখে থেকো, আমার কথা ভাববে না।
জীবন তোমার আলোয় আলোকিত হোক, একবারো কাঁদবে না।
বন্ধু ভালো থেকো, আমার ভালবাসা নিও, পিছনে ফিরে তাকাবে না।



* আমার প্রিয় বন্ধু আজ জীবনের প্রয়োজনে অনেক দূরে চলে গেলো। এতো বিশাল পৃথিবীতে আজ নিজেকে একা মনে হচ্ছে।
বন্ধুর জন্য কবিতা লেখা।