নাস্তিক আর আস্তিকের মধ্যে স্রষ্টা নিয়ে চলছে কথা বলা
নাস্তিক বলে স্রষ্টা নেই, আস্তিক বলে স্রষ্টা ছাড়া যায় কি চলা?


নাস্তিক বলে- যা চোখে দেখি না তা বিশ্বাস করি না
আস্তিক বলে- বাতাস দেখি না তাই বলে কি তা মানি না।


আস্তিক বলে- নাস্তিক ভাই শুন আমার যুক্তির কথা
তুমি বলছো বিধাতা নেই, আমি বলছি আছে বিধাতা।
তুমি বিধাতা মানো না তাই- বলছো জবাবদিহিতার কিছু নাই
আমি বলছি বিধাতা আছে ভাই - বিধাতার মর্জিতে চলতে চাই।


নাস্তিক তুমি চলছো স্বাধীন, পাপপুণ্যের ধার ধারনা
আমি আস্তিক, খোদার মর্জি ছাড়া কাজ করতে পারি না।


আচ্ছা নাস্তিক বলতো - আস্তিক ও নাস্তিক মারা যাব, আছে কি বিশ্বাস?
নাস্তিক - এই কথায় সবাই একমত, ত্যাগ করতে হবে শেষ নিশ্বাস।


আচ্ছা নাস্তিক মনে করো দুজনেই দুনিয়া ছেড়ে বিদায় নিলাম
গিয়ে দেখি খোদা নেই, তাহলে তো দুজনেই মুক্তি পেলাম।
আর যদি গিয়ে দেখি আমার খোদা আছেন সেথায়
তাহলে নাস্তিক তুমি তখন পালাবে বলো কোথায়।