বিশ্ব মাঝে রূপের রাণী
আছে এক দেশ
ষড়ঋতুর বৈচিত্র্যময়
সোনার বাংলাদেশ।


গ্রীষ্মকালে রোদের দাহে
ঘাম ঝরানো জল
জীবন মাঝে স্বস্তি আনে
নানান জাতের ফল।


বর্ষাকালে বৃষ্টি ঝরে
নদ নদী থৈ থৈ
জেলে তখন মাছ ধরে
রুই পাবদা কৈ।


শরৎ আসে রাণীর বেশে
নবরূপে করে সাজ
সবুজের সাথে শরৎ মিশে
মাথায় পরে তাজ।


হেমন্তকালে কৃষক হাসে
গোলা ভরবে ধানে
শস্যোৎসবে পিঠে হবে
ছড়িয়ে পরবে ঘ্রানে।


কুয়াশার চাদর গায়ে
শীত কালটা আসে
স্নিগ্ধ সকাল মুগ্ধ করে
শিশির ভেজা ঘাসে।


ফুলের সুবাস ছড়িয়ে দিতে
বসন্তের আগমন
হরেক রকম ফুলের ঘ্রানে
মনে উঠে শিহরণ।