রাস্তার পাশে পরে থাকা অসহায় নারী
জীর্ণ কাপড়ে আছে ঠিক নেই শাড়ি
চুলগুলো এলোমেলো, ঘরবাড়ি নাই
রোদ বৃষ্টি ঝড়ে থাকে, নাই কোন ঠাঁই।


ক্ষুদা নিয়ে হাত বাড়ায় মানবের কাছে
মাফ করো, চলে গেলে-ই জীবন বাঁচে
দেখে না আঁড় চোখেও তাহার দিকে
চেহারা দেখলে যেন দিন হবে ফিকে।


রাস্তায় পরে থাকা নারী, মায়ের মতোন
সে তোমার মা হলে কি? হতো না যতন
অসহায় নারীদের কখনো হেয় করো না
সাহায্য চাইলে তাকে ফিরিয়ে দিয়ো না।