তোমার নিস্তব্ধতায় যেন আলোহীন হয় ভাস্কর
তোমার মালিন্যতায় গগন আমার মেঘাড়ম্বর
তোমার শূন্যতায় দেহ প্রাণহীন
তোমার বিচ্ছেদে ঘুম স্বপ্নহীন।


তুমিহীনা ভুবনালয় বৃক্ষহীন উদ্যান
তুমিহীনা ভালবাসা বৃষ্টিহীন নিষ্প্রাণ
তুমিহীনা ফুল কানন ভ্রমরহীন নিঃস্ব
তুমিহীনা নিস্প্রয়োজন হয়ে যায় বিশ্ব।


তোমার হাসি হলো আমার জ্যোৎস্নার আলো
তোমার পরশে আমার দুর হয় আঁধার কালো
তোমার ছোঁয়ায় সুশোভিত হলো বিরানভূমি
তোমায় পেয়েছি বলেই ধন্য হলাম আমি।