কন্ঠকময় পথ পাড়ি দিতে
করে যারা পণ
তারা তো হলো অপরাজেয়
লক্ষ্য নিরুপণ।


এমন পথের সম্মুখ পানে
বাঁধার প্রাচীর থাকবে
কন্ঠকপথ পাড়ি দিতে হলে
দুঃসাহসী হওয়া লাগবে।


দুর্গম পর্বত চড়তে হলে
কাঁটায় বিঁধবে পা
চূড়া প্রান্তে পৌছতে হলে
পিছপা হবে না।


দূর্লোভ কিছু পেতে হলে
নিতে হয় জীবন ঝুঁকি
দুঃখের সাগর পাড়ি দিলেই
হওয়া যায় তখন সুখি।