নীল আকাশের দিকে চেয়ে
স্বপ্নে বিভোর আঁখি
স্বপ্নের দ্বার প্রান্তে যেতে চায়
ডানা ভাঙ্গা পাখি।


উদাস নয়নে জল ফেলছে
কেউ কি বাড়াবে হাত
একটু খানি পরশ পেলে-ই
স্বপ্নে আসবে প্রভাত।


ধরণীতে কেন এতো বৈষম্য
কারো পিছে ছুটে সুখ
কারো জীবন আঁধারে থাকে
দেখে না আলোর মুখ।


বিত্তবানের ঘরে খাদ্যের বাহার
কতো খাবার হয় যে নষ্ট
অনেকে খেয়ে জীবন বাঁচায়
ডাস্টবিনে ফেলা উচ্ছিষ্ট।


ধনীর সন্তানের ফুর্তির জন্য
কতো টাকা করে অপচয়
গরীবের ঘরে জন্মেছে যারা
খাদ্য যোগারে ব্যস্ত রয়।


ধনীর শিশুর প্রয়োজন ছাড়া-ই
হরেক রকম থাকে খেলনা
একটি খেলনার অর্থ যদি পেতো
দুস্থের চোখে অশ্রু ঝরে না।


বিত্তবানদের প্রতি করি আহব্বান
করে দাও উদার মন
না হলে যখন ধরণী ছাড়িবেন
পিঁপড়ায় খাবে ধন।


ঠিকাঃ-
  ১) সমাজে অনেক দরিদ্র মেধাবী ছাত্র আছে যারা স্বপ্ন দেখে আকাশে উড়বার কিন্তু ডানা ভাঙ্গা পাখির মতো উড়তে পারে না। কিন্তু তারা একটু সহযোগীতা পেলেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।
উড়তে পারে নীল আকাশে।
২) সমাজে বিত্তশালীর শিশুদের খাবারের সময় মা খাবার নিয়ে সন্তানের পিছে পিছে ঘুরে অন্য দিকে দরিদ্রতার জন্য অনেক শিশু একবার খেলে আরেক বেলা উপোষ থাকতে হয়। বিত্তশালীর শিশুদের হরেক রকম খেলনা থাকে অতচ একটি খেলনার টাকায় অন্যের এক বেলা খাবার যোগার করা যায়।
* সবাইকে বৈষম্য দূরে এগিয়ে আসা প্রয়োজন।