বিবেক হারা জাতি দেখে
বাকরূদ্ধ আমি
তাদের কাছে জীবন চেয়ে
সম্পদ হলো দামী।


পরিচয় টা ভুলে গিয়ে
চলছে মানব দল
ক্ষমতা তার, যার আছে
পেশী শক্তি বল।


অসহায় কে জুলুম করে
লুন্ঠন চলে মাল
স্বার্থসিদ্ধি হাসিল করতে
নেশায় থাকে টাল।


পরের উপর ভর করে
গড়ে দালান বাড়ি
একটু খানি সুখের জন্য
জীবন নেয় কাড়ি।


মগের মুল্লুক চলছে ধরায়
জাতি বিভেদ রঙ্গে
ইচ্ছে মতো শোষণ চলে
পাপ কে নিয়ে সঙ্গে।


আমরা মানুষ সৃষ্টি সেরা
এক-ই রক্তে গড়া
ধর্ম বিভেদ ভুলে গেলে
সুন্দর হবে ধরা।