মন ছুটে যায় নদীর ধারে
আমার সবুজ গাঁয়
যেথায় মাঝি গান গেয়ে
ডিঙি নৌকা বায়।


পাখির গানে সূর্য উঠে
ছড়িয়ে পরে আলো
রবের কাছে প্রার্থনা হয়
দিনটি যাক ভালো।


ভোর সকালে কৃষক ছুটে
ফসল বুনার মাটে
যেতায় কৃষক স্বপ্ন দেখে
ভরবে ধান পাটে।


দুপুর হলে গাছের ছায়ায়
রাখাল বাজায় বাঁশি
খুকন খুঁজে বাঁকা পথে
বেড়িয়ে পরেন মাসি।


সন্ধ্যা হলে মিনার থেকে
ভাসে মধুর সুর
আঁধার রাতে চাঁদ মামা
ছড়িয়ে দেয় নূর।