সমাজ যখন যুগের সাথে
নিচ্ছে নতুন সাজ
কাজের মেয়ের সকল যুগে
কপাল থাকে ভাজ
সকাল দুপুর কাজের জন্য
খায় যে তারা ঝাড়ি
একটু খানি ক্ষতির জন্য
খায় যে বেতের বাড়ি।


ধর্নাঢ্যদের টেবিল সাজে
হরেক রকম খানায়
কাজের মেয়ের পাতে ভরে
উচ্ছিষ্ট সব দানায়
স্বাধীন ভাবে কাজের মেয়ে
ঘুরতে হলো মানা
ঘরের কিছু হারলে তখন
ভাগ্যে জুটে থানা।


অনেক ঘরে কাজের মেয়ে
পায় না খেলার সাথী
কাজের মেয়ে কেঁদে কেঁদে
কাঁটায় দিবারাত্রি
অনেক ঘরে কাজের মেয়ে
আদিম যুগের দাস
নির্যাতনের কড়াল ঘাতে
হয় যে তারা লাশ।