ক্ষণিকের সফরে এসে ভুলে গেছি সব
খোদার বন্ধনা ছেড়ে করছি যে উৎসব
কেউ ভুলেছি নির্দেশনা কেউ ভুলেছি রব
ইচ্ছে মতো চলছি মোরা সেজেছি ভৈরব।


এক ভুলে আজাজিল হলো বিতারিত শয়তান
অর্জিত তার সকল আমল হয়েছে প্রত্যাখ্যান
আজ কে মানব হাজার ভুলেও হয়না অনুতপ্ত
সুখের নেশায় ভ্রান্ত খেলায় হচ্ছে তারা লিপ্ত।


ওপার জিবন সুখের করতে সফর করো সফল
ক্ষণিক জীবন সুখের জন্য কাজ করো না বিফল
খোদার হুকুম মেনে চলো ধরো নবীর পথ
পাপাচারের পথ দূরে ঠেলে হও সবে সৎ।


সফর জীবন কষ্ট হলেও পাবে সুখের দেখা
খোদার পথে চললে সবার ঘুরবে ভাগ্য রেখা
সফর কালে সফল যারা পাবে খোদার জান্নাত
যেতায় রয়েছে সুখের সাগর নেই কোন সংঘাত।