মরণ যারে ডাক দিবে ভাই
কবর হবে বাড়ি
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব
যেতে হবে ছাড়ি।


কবর মাঝে নাই বিছানা
নাই আলোর বাতি
কবর যাত্রা একাই হবে
হবে না কেউ সাথী।


বাড়ির পাশে কবরখানা
কেউ নেবে না খোঁজ
তোমার কথা ভেবে কেহ
কাঁদবেনা কেউ রোজ।


সেদিন তোমার সঙ্গী হবে
তোমার সকল আমল
সময় যদি হেলায় ফেলো
সেথায় তখন বিফল।


কবর দেশে সফল হতে
আমল করো ভারী
আমল যার ভারী হবে
জান্নাত হবে তারি।