কার নূরেতে ধরা থেকে আঁধার গেলো টুটে
কার পরশে ধরার বুকে আলোর রবি উঠে
কার আগমনী বার্তা শুনে খুশি তামাম কূল
কার ছোঁয়াতে মরুর বুকে ফুটে রঙিন ফুল।


কার কারণে ভ্রান্তযারা সত্যের দিশা পেলো
কার কারণে অশান্তরা শান্তি সমাজ পেলো
কার কারণে পাপের রাজ্যে পুণ্য ভরে গেলো
কার কারণে তপ্ত মরুয় সুখের জগত হলো।


কার ছোঁয়াতে অনাথ শিশুর মুখে ফুটে হাসি
কার পরশে দুঃখীর জীবন সুখে রাশি রাশি
কার কারণে ধনী গরিব সব ভেদাভেদ ভুলে
কার কারণে ন্যায় ইনসাফের সুরধ্বণী দুলে।


কাকে বলো শত্রু মিত্র ডাকে আল আমীন
কাকে পেয়ে আনন্দিত আসমান ও জমিন
কার নামেতে দুরুদ পরে ধরার তামাম কূল
সে যে আমার প্রিয় হাবীব মুহাম্মদ রাসুল।