রিমঝিম বৃষ্টি
লাগে কতো মিষ্টি
খোদা তায়ালার সৃষ্টি
কেড়ে নেয় দৃষ্টি।


বৃষ্টির তালেতে
ব্যাঙ লাফায় খালেতে
মাছ আটকে জালেতে
হাওয়া লাগে পালেতে।


বৃষ্টির হাওয়াতে
মন চায় হারাতে
খোকা ঘুরে পাড়াতে
আম জাম কুড়াতে।


বৃষ্টির ছোঁয়াতে
কৃষকের দোয়াতে
ফসল ফলে দু'হাতে
অন্ন জুটে সব পাতে।


বৃষ্টিকে ভর করে
কতো কবি ছড়া গড়ে
খোকাখুকী ছড়া পড়ে
স্বপ্নের দেশে ঘুরে।