কী সুন্দর! প্রকৃতির অপরূপ এই ক্যানভাস;
সরে না চোখ দেখে বিশাল নীল আকাশ।
নীলের মাঝে সাদাকাল মেঘের ভেলা;
চাঁদ-সূর্য মেঘের আড়ালে করে খেলা।
রাতের আকাশ বড় মায়াময় আলোয় ভরা;
অগণিত তারকা কোন শিল্পীর হাতে গড়া!
দিবসে সূর্যালোক রাতে চাঁদের স্নিগ্ধতা;
আহা কী মনমুগ্ধকর এক রূপকথা।  
অপলক নেত্রে দেখি মিটেনা মনের উচ্ছ্বাস।
কী সুন্দর! প্রকৃতির অপরূপ এই ক্যানভাস।


সাগর মহাসাগর ভরা অথৈ নীল জল রাশি;
সূর্যালোকে ছড়ায় রূপালী হাসি।
লক্ষ কোটি মাছ জলজ প্রাণী করে খেলা;
বিশালত্বের এ রূপ কে করবে অবহেলা?
সুরের মূর্ছনা তুলে সাগর পানে ধায় জলধারা;  
দেখে দেখে হয়ে যাই পাগল পারা।  
পাহাড়-পর্বত নদী-নালা কত কি অজানা।
যায় কী ভোলা তুচ্ছ পতঙ্গ প্রজাপতির ডানা?
অপলক নেত্রে দেখি মিটেনা মনের উচ্ছ্বাস।
কী সুন্দর! প্রকৃতির অপরূপ এই ক্যানভাস।


বন-বনানী ফসলের মাঠ সবুজের সমাহার;
বলতে পারো কোন শিল্পীর রূপের বাহার?
বনো মাঝে কত কত পশু করছে বিচরণ;
নানা আকৃতি তাদের নানা গড়ন।
আরো আছে ধূসর মরু বালি আর বালি।
আমাদের চারদিকে কত পাক-পাখালি।
নানা রঙের ফুলে ফলে ভরা এ ভুবন;
কত রঙ আর বৈচিত্রে ভরা মানব জীবন।  
অপলক নেত্রে দেখি মিটেনা মনের উচ্ছ্বাস।
কী সুন্দর! প্রকৃতির অপরূপ এই ক্যানভাস।
তারিখ: ১০-০৪-২০২৪ ইং;